মোঃ মিলন হক
আমি যুদ্ধে শত্রুর তরবারির সম্মুখে আছি
জেনেও, তুমি চাইলে আমাদের দেখা হবে।
তুমি চাইলে ,আমি মৃত্যুপুরীর দুয়ারে আছি
জেনেও আমাদের দেখা হবে।
তুমি চাইলে,অন্ধকার গহীনে জোনাক পোকার আলোয় আমাদের দেখা হবে।
তুমি চাইলে,ধরিত্রীর অমানিশার
করাল গ্রাসেও আমাদের দেখা হবে।
তুমি চাইলে, সূর্যগ্রহণের মাঝেও
আমাদের দেখা হবে।
তুমি চাইলে ,কালবৈশাখীর ঝড়োহাওয়ার
মাঝে আমাদের দেখা হবে।
তুমি চাইলে, ভয়াল ঘূর্ণিঝড়ের আত্মনাদের
মাঝেও আমাদের দেখা হবে।
তুমি চাইলে, চৈত্রের জনমানবহীন ক্লান্ত দুপুরের
মাঝেও আমাদের দেখা হবে।
তুমি চাইলে, পথিকের চলার পথে,
আমাদের দেখা হবে।
তুমি চাইলে, শ্রাবণের বৃষ্টির ধারার
মাঝেও আমাদের দেখা হবে।
তুমি চাইলে, কৃষকের লাঙ্গলেও
আমাদের দেখা হবে।
তুমি চাইলে,শরৎতের পালতোলা নৌকায়
আমাদের দেখা হবে।
তুমি চাইলে, কাশফুলেও আমাদের দেখা হবে।
তুমি চাইলে, দূর্বা ঘাসে আমাদের দেখা হবে।
তুমি চাইলে,বকুল তলায় আমাদের দেখা হবে।
তুমি চাইলে, হেমন্তের মল্লিকা , শিউলি, কামিনী, ছাতিম, ফুলের সুগন্ধিতে আমাদের দেখা হবে।
তুমি চাইলে, গোধূলিতে রবির পশ্চিমা গগনে অস্তাচলে আমাদের দেখা হবে।
তুমি চাইলে,সন্ধ্যার বাতাসে সূদর্শন বাড়ি ফেরার
পথে আমাদের দেখা হবে।
তুমি চাইলে, সন্ধ্যায় চায়ের কাপের আড্ডায় আমাদের দেখা হবে।