মোঃ আমানুল্লাহ খন্দকার ( উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানকে নিয়ে কট্যুক্তি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সমাবেশ করেছে সাংবাদিকেরা। একই সঙ্গে অভিযুক্ত আলী আশরাফকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জেহাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি হীরক গুণ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক
দিলীপ গৌড়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক মৌলভী নজরুল ইসলাম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, জাগোনিউজের আব্দুল মালেক, ঢাকাপোস্টের শুভ কুমার ঘোষ, রফিউল আলম বাবুল, হোসেন আলী ছোট্ট, ছাম্মি আহমেদ আজমীর প্রমুখ। প্রতিবাদ সমাবেশে অভিযুক্ত আলী আশরাফকে দ্রুত গ্রেফতার করার জন্য আল্টিমেটাম দেন সাংবাদিকরা।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবত সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানকে নিয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভাষায় লেখালেখি করছে। এবং আলী আশরাফ নামে এক ব্যক্তি প্রেসক্লাবের সভাপতিকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় প্রেসক্লাবে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে অভিযুক্ত আলী আশরাফের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।