এডি পিনব (নিউজ ডেস্ক): সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের, কাদিপুর গ্রামে আজ ২৩ নভেম্বর, রবিবার বিকেল ৫ টার দিখে গ্রামের বড়বাড়ি নামক স্থানের পুকুরের পাশে একটি অঙ্গাত মানুষের কাটা হাত পাওয়া গেছে। বিষয়টি প্রথমে একজন শিশু দেখে ভয় পেয়ে বড়দেরকে জানায় পরে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পরে এবং উৎসুক জনতার ভীড় জমে যায় সেই জায়গায়। স্থানীয়দের ধারনা হাতটি শেয়াল এনে ফেলে গেছে, তবে এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে কথা বললে তিনি বিষয়টি নিয়ে কোন ভাবে অবহিত নন বলে আর কিছু বলতে চাননি, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছবে বলে জানিয়েছেন কাদিপুরের ওয়ার্ড মেম্বার।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।