এডি পিনব (নিউজ ডেস্ক): স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সের একজন নিহত হয়েছেন।নিহতের নাম ফরিদুল ইসলাম। এছাড়াও আরো ৫ জন আহত হয়েছেন।ঘটনাটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় আজ ২০ নভেম্ভর বুধবার দুপুরে ঘটেছে। জানা যায় হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে ফিরছিলেন স্বামী ফরিদুল ইসলাম,চলন্ত অ্যাম্বুলেন্স গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন ফরিদুল ইসলাম। পথে বাথুলী এলাকায় পৌঁছালে চাকা ফেটে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্সে থাকা ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুপল রায়, তিনি তখন জানান যে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সসহ মরদেহ উদ্ধার করে।