মোঃ মাহবুবুর রহমান সোহেল (ষ্টাফ রিপোর্টার): উলিপুরে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক স্কুলছাত্রী। গ্রাম্য সালিশে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চূড়ান্ত হওয়ার পর তা ভেঙে যাওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ওই ছাত্রী।
জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মৌজা মধুপুর এলাকার সেবেন চন্দ্র বর্মনের ছেলে সুবল চন্দ্র বর্মনের সঙ্গে এক বছর আগে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সুবল চন্দ্র।
বিষয়টি জানাজানি হলে উভয় পরিবার বৈঠক করে বিয়ের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সুবলের পরিবার নানা অজুহাতে সময় ক্ষেপণ করে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে সুবল চন্দ্রের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।এদিকে সুবলের পরিবার অন্যত্র বিয়ের প্রস্তুতি শুরু করে।
বিষয়টি জানতে পেরে ১২ নভেম্বর বিয়ের দাবিতে সুবলের বাড়িতে অবস্থান নেয়। এদিকে মামলার পর থেকে পালাতক রয়েছেন সুবল।
সুবলের মা কাঞ্চন বালা বলেন, ছেলে বাড়িতে থাকলে বিষয়টি সমাধান করা যেত। ওসি জিল্লুুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে সুবল চন্দ্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।