অদ্য ১৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস এসআই শহিদুল ইসলাম এসআই আব্দুর রহিম জিবান এএসআই মোঃ আনোয়ার হোসেন এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর নং-১০৪/২২ (শ্রীঃ) এর সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী ১ উত্তম কাহার (28) পিতা-উমা শংকর কাহার ২। সুমন বাল্মিকি দাস ওরফে সুমন দাস (২৩) পিতা-রতন বাল্মিকি দাশ উভয় সাং-জেরিন চা বাগান ডলুবাড়ি লাইন থানা-শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজার জিআর নং-36/24 (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী ৩। মোঃ মোজ্জাকির হোসাইন রাফি (28) পিতা-মোঃ মচনু মিয়া সাং-রাধানগর (লেচুবাড়ী) থানা শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজার জিআর 160/24 (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী ৪। উত্তম কাহার (28) পিতা মৃত উমা শংকর কাহার সাং জেরিন চা বাগান থানা শ্রীমঙ্গল জেলামৌলভীবাজার এবং জিআর নং-388/19 (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী ৫ জামাল মিয়া পিতা নুরুল ইসলাম বাদশা নুরুল ইসলাম বাদশা পিতা-মৃত আব্দুল মালেক সাং চানমারি সিন্দুরখান থানা-শ্রীমঙ্গল জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।